বিশ্বাস করো, ফোন পেয়েই ছুটেছি কিন্তু খুব জটলা ছিলো রাস্তায়।
আচ্ছা ভুল হয়ে গেছে,এই কান ধরে বলছি
এবার ওঠো-হয়েছে তো ওঠো...।
বলছি, এখন থেকে প্রত্যেক সাপ্তাহিক ছুটিগুলো তোমার জন্য।
উপলব্ধি করবো তোমার প্রত্যেকটা অনুভূতি।
কতদিন তোমায় ভালোবাসি বলিনা,
বড় সাধ হয়েছে আজ বলতে-তুমি শুনবে না?
এই,অনেক হয়েছে এবার ওঠো।
কথা দিচ্ছি, ব্রাশ না করে আর বাবু’কে ধরবো না,
করলা আর ভুল করেও আনবো না বাজার থেকে।
মোজা না খুলে,সোজা ড্রইং রুমে ঢুকবো না কখনো
আর, তুমি কিছু বলবে না,ওরা তোমাকে ভিড় করে আছে,
তোমার না কোলাহল একদম পছন্দ না।
প্লিজ তুমি ওঠো...(চিৎকার করে)
তুমি কেন ভয় পাচ্ছো না আজ, আমার কর্কষ কণ্ঠ?
কেন আহ্লাদি হচ্ছো না, আমার আবেগপ্লুত আকুতিতে?
এটা হতে পারে না।
তুমি বলেছিলে,
সত্যি তুমি বলেছিলে, আমায় ছেঁড়ে তুমি কোথাও যাবে না।