তোর হাজার কর্মের সংসার,সে তো জানি
সন্তান,উঠোন ধান,আটপৌড় গৃহিণী।
নাকের নথে ছিটে ময়লার বান,
ভ্রূক্ষেপ নাহি, ভারি বোঝায় শরীর ঝরায় ঘাম।
অতীত কি তোর স্বর্গে গেছে পিতামহের ন্যয়?
হলদে পুতুল,সজনে ডাটা,কাঁসার থালাও ঠায়।
হাঁটের মুড়ি,চরকা,ঘুড়ি,শাপলা ভরা নায়,
অতীতগুলি হয়ে ধুলি উড়লো সে কোথায়?
বর্ষা জলে,ভেলায় দুলে হয়না ছিপের টান,
হয়না-কো,আর বিছায়ে গতর,এক সন্ধ্যা গান।
পুরনো থালায় হয়না মাখা,নুন-নারকেল-গুর,
সময় পেলে,পেছন দেখিস, এসেছিস কতদূর?