চলার পরিক্রমায় পরিচয়।
অচেনাকে কত সহজে চেনা যায়,
তুমি’ই তার সত্য উদাহরণ।
এতটা অল্পে,এতটা বিস্তৃততা নিয়ে আসবে,
তার সম্ভব ধারনাও ছিলো না।
তোমার প্রত্যেকটা আচারন,ভঙ্গিমা বুঝি আমার চেনা ছিলো।
তাই দ্রুত তোমাতে মিশে যাওয়াই যেন শ্রেয়তা আমার জন্য।
আমি ঘোর কেটেও অনেক মিলিয়েছি,
আসলে তোমার হাসি’ই যথেষ্ট ছিলো,
আমায় আত্মভোলা বানাতে।
লোকমুখে শুনে,আমি নিশ্চিত হয়েছিলাম,
আমি তাহলে সত্যিই প্রেমে পরেছি।
তবে অনুরোধ থাকলো,
চোখের হাসি,ঠোঁটের হাসি যেন আমার জন্যই,শুধু তুলে রাখা হয়।