ওরে আবন্তুকের দল,তোরা জড়ো হ
এখানে মহাবিদ্যালয়।
উদয়ের আলো তোদের দৃষ্টি কটু,
সাম্যের আওয়াজ তোদের ঈর্ষার কারন,
তোরা মানুষ হতে অনেক দূরে।
ওরে আবন্তুকের দল,তোরা মানুষ হ
এখানে শিক্ষক মহোদয়।
এখানে মনুষত্বের শিখায় পবিত্র হয়,পঁচে যাওয়া পাঁজর।
এখানে, মগজ ধোলাইয়ের মোটা বই,সাদা শার্ট আর গদবাধা নিয়ম।
ওরে আবন্তুকের দল,তোরা ফিরে দেখ,
এখানে মানুষ তৈরি হয়।
তোরা নিন্দাচার,মিথ্যাচারে কলুষিত প্রান,
তোরা কালো ধোঁয়ায় বখে যাওয়া অবাধ্য সন্তান।
ওরে আবন্তুকের দল,তোরা এই পথে আয়,
এখানে মহাবিদ্যালয়,
এখানে শিক্ষক মহোদয়।