মনের অনুভূতি ছাড়া,সচক্ষে যে রঙিনের ছিটে ফোঁটাও দেখে না,
দেখে না, রূপার নীল শাড়ী।
অবনী’র খোঁপার রক্তজবা অথবা,
বিশালের বুকে ঘুরপাক খাওয়া বেগুনী রঙের ঘুড়ি।
সে সাদা কালো চোখ দুটো,
বর্ণান্ধের নিয়ামকে আবদ্ধ।
শুনেছি, ভালোবাসার রং শারিরীয় দৃষ্টি দেখে না।
মননের প্রকোষ্ঠ তার একমাত্র চোখ।
তবে সে বাহ্যিকতায় রূপা,অবনী থাক,
সাদা কালো বর্ণান্ধের রঙে।