আয়না, হয়তো ধারন করেছে সুপুরুষের কোন গুনাগুণ।
সুদর্শনে, হয়তো মাত্রা ছাড়িয়েছে বিংশে পাঁ রাখা কোন টকটকে যুবক’কে।
নয়তো আয়নার কতক সাধ্য,
সম্মুখে কেবল নবনীতার পাঁয়ের ছাপ রাখে ?
একা একা গিলে খায়,
নবনীতার একাকীত্ব, বিরহ
অন্তরঙ্গের মোহ।
চোখে চোখ রেখে খোলা চুল, কত রূপ নিয়েছে বেণীতে।
কত আলতো লজ্জা দেখেছে, বয়ঃসন্ধির প্রত্যেকটা বিকেলে।
আয়নার কত মস্ত ধৈর্য্য,
অপলকে ধারন করে চলেছে, নবনীতার একুশ’টা বছর।