এখন আমার অন্ধ হওয়ার পালা।
পবিত্র সাধনা,
আমায় ভ্রান্ত প্রেম দিয়েছে।
পরিপাটি হাসিমুখ,
ভেবেছিলাম বিশ্বাসের সর্বোচ্চ চূড়া।
করেছিলাম নির্ভর, হয়েছিলাম নিশ্চিন্ত।
যে আঙ্গুল আমায় নিয়ে গেছে,
কাশবনের শুভ্র মেলায়।
যে চোখ আমায় দিয়েছে,
আশ্চর্য্য আনন্দ।
যে প্রানে ভর করেছিলাম এক জনমের,
সে সব মিথ্যে।
আর সে সব মিথ্যে হলে,
আমার অন্ধতাই শ্রেয়।