ষোল’টা দুর্গাৎসব থেকে বৈশাখ দেখে নিয়েছে,বয়স
এখন,খোঁপায় রক্ত কবরী আর লাল রঙ্গা ঠোঁটের মানে বোঝে সে।
ভিড় ঠেলে অতুলনীয় খুঁজতে আত্মিক আনন্দও পায়।
চারদিক্কায়,সুগন্ধি আর মসৃণ অবয়বে দিক-বিদিক ছুট,বয়সের।
বয়স তো খারাপ।
কামনার দাসত্ব গ্রহণে সদা প্রস্তুত বয়সের প্রত্যেকটা শাখা।
বয়সের তীক্ষ্ণ দৃষ্টি আয়না হতে স্বচ্ছ,
কখনো দৃষ্টির নিকৃষ্ট অর্জন,শান্ত করে রাতের পুরুষত্ব।
বয়সটা এগিয়ে যায় সময়কেও পেছন রেখে।
বয়স এখন কারো অন্দরমহলে,
শরীরের তীব্র ঘ্রানে মুণ্ডুকাটা কোন উন্মাদ হয়ে উঠেছে।
বয়স ডুবে মরে,কোন তিলত্মমার প্রেমে।
বয়স তো খারাপ