বলেছিলো, প্রেম দূর হতেই সুদর্শন, পরখ করলে পিশাচ।
সে ভয়ার্ত বাণী'তে, ইন্দ্রিয় রেখেছি সঙ্কুচিত।
তবে জেঠুমণী, বাইশ পেরোতে দেয়নি
তেইশে আমি আটপৌর সংসারী।
সুখ সইলো না,
খুনে রাগে, রমণী আমার রক্ততক্ত হয়ে যায়।
তাই মাশুল দিলেম, সাদা পত্রের বিচ্ছেদে।
লংকা, পান্তায় দিব্যি যাচ্ছিলো তার পরেও।
হঠাৎ আবির্ভাব, কোন নব সিঁদুরী কঁপাল
প্রকোষ্ঠে প্রলয়কাণ্ডে, এ কোন মায়াবতী।
তার পানে অপলকে, অন্তর্নিহীতে এতটুকু পাপানুভূতি হয়না আমার
তার ছায়া হতে আমায় ফেড়াতে পারে না, কোন দোহাই।
এ বুঝি প্রেম, এ বুঝি পাপের ঊর্ধ্বে কিছু
মায়াবতী’ও আমায় লুফে নিয়েছে,
গঙ্গায় স্নান সেরে কঁপালে মেখেছে, নব সিঁদুর।