ডুবো তেলে রূপচাঁদা,চামচে সরষে বাটা
ঘরজুড়ে শুঁটকির ঝাঁজ।
কালো চুলে লাল ফিতা,জানালায় আকুলতা
কার আশে শরীর মাখে লাজ।
ভীরু পা’য়ে চৌকাঠ,পেরিয়ে আবির্ভাব
চমকে ওঠা হাসিমুখ।
মৃতপুরীর হাসফাসে,একাকিত্বের বাসে
অতিষ্ট প্রায় প্রিয় সুখ।
চোখে চোখ ঘন হলো,চিবুকে হাজার চুমু
পাঁজর জুড়েই হোক বাস।
প্রতীক্ষা ফুঁড়িয়ে গেলো,আহ্লাদি তুই ঘুমু
তুলে রাখ মুঠো বিশ্বাস।