আয়োজন মহা প্রেমৎসবের,
মোমবাতির ব্যাসার্ধ জুড়ে থাকবে সুখস্পন্দন,নীল শাড়ীতে নামবে স্বর্গ।
প্রকৃতি যদি রাজি থাকো,
তবে বৃষ্টি নিমন্ত্রন তোমার দায়িত্বে।
পুঁই ডাটায় চিংড়ির ঝোল,স্বাদ হবে অমৃত
মধ্যবিত্ত পুরুষের,সময় হয়না রান্নাঘর অবদি পৌছার,
আজ,পেছন থেকে জড়িয়ে,কাঁধে মুখ রেখে দেখছে তেল-মসলার সংমিশ্রণ।
আহ্লাদি হাতদুটো কখনো,মুছে দেয় নাকের ডগায় চিকচিকে ঘাম।
নেশায় ঝিম লেগে যায়,শরীর থেকে শরীরে
আকাশের বিজলি বাতি,হাওয়ার এলোপাথাড়ি যুগল,বাধ্য করেছে
তোমায় এতটা জড়িয়ে থাকতে।