তুমি জানো না,তোমার প্রেমের কতটা মূল্য।
কতটা মূল্যে,পাহাড়ের শরীর বেয়ে ওঠে হাজার তলার সিঁড়ি
অথবা, বিখ্যাত নিদর্শনে অন্তর্ভুক্ত হয় তাজমহলের নাম।
তুমি জানো না,তোমায় আঘাতের প্রতিশোধে,
কেউ নব যৌবন বৃদ্ধ করে পাথরের বুক কেটে তৈরি করেছে সুদীর্ঘ পথ।
তোমার প্রেমের প্রতিদানে,
সংসারের একমাত্র হাল ঝুলেছে মগডালে।
তুমি জানো না,তোমার অন্ধপ্রেমে,
জন কয়েক বিষ ঢেলেছে আপন মুখে,
কত উন্মাদ আজ অবদি ভোলেনি,তুমি ছিলে।
নারী,তোমার প্রেমের বড় দাম।
সজ্ঞানে-অজ্ঞানে,স্বপ্নে-সাধনে
তোমার প্রেমের পূজারী হতে চায় সব।