রং পেন্সিলের ঠোঁট, তোমায় আঁকলো আজব
নজরকাড়া নকশি পাতায় মায়ার দুটো চোখ।
তোমার হাতের ছাপ, যেনো ছুঁয়ে দেখাই পাপ
দেয়ালে রেখে উড়ো চুমু পাঠিয়েছি বারংবার।
তোমার নীল জামা, মিলিয়ে আমার চশমা
কোথাও আছে সস্থি একটু বুঝবে না তুমি তা।
স্টপেজের কোন কোণে, তুমি দাঁড়াও এক ক্ষনে
নিত্য দিনি, একলা আমি থাকবো সে ভীর কোণে।
তোমার হাসির সুর, নিয়ে কল্পে রাত দুপুর
যাচ্ছে বেলা রঙের মেলায় সন্ধি সুমধুর।