নারী, তোমার সাধুচারনে ঢাকা পরেছে আড়ালের গল্প,
এমন অচেনা তো,তুমি প্রতিদিনকার নও।
মুক্তা খচিত আভিজাত্যের গন্ধ পেয়েছে তোমার ইন্দ্রিয়।
তুমি তাকে বলেছ,
চুলের ক্লিপ,বেলী ফুল অথবা ঘাসফুলের আংটি?
তোমার সুভ্র গন্ধে,অসভ্যতা শরীর মেখেছে সভ্য আলোয়।
মুখোশ প্রেমে,পরিপূর্ণ তোমার প্রেমাঙ্গন।
বিশ্বাসের হাতকড়া বাধ্য করেছে,অন্দরমহল।
ঘন নিঃশ্বাসে সুখ পায়,পূর্ণতা
তবে,লালসা তোমার সহায় হলো না বুঝি।
আয়নার ওপিঠে,সত্য মুখের আবির্ভাব
তুমি অচেনা, সে অচেনা, সময় অচেনা সব মরীচিকা।
আচ্ছা,তুমি কি ভুলে গেছো,
সেই চুলের ক্লিপ,বেলী ফুল অথবা ঘাসফুলের আংটি?