চারুথির মৌ মৌন্তে প্রানবন্ত,আজ রাতের দ্বিতীয় বাসর।
প্রথম বাসর ছিলো ইচ্ছের বাইরে, স্পর্শের বাইরে
চারুথি, পরিবারকে বিসর্জন দিতে পারেনি,
আঙ্গুল উঁচানো কোন অপমানের কাছে।
তাই মুখোশ মেখে পার করেছে একটা কালিমা রাত,
সকাল হয়েছে বিচ্ছেদে, কোন এক অভ্রর টানে।
আজ অভ্র, চারুথির মধুক্ষন।
চারুথি, চেয়েছিলো সাদা চাদর থাক আজ বিছানায়।
অভ্র বলেছে, সাদা চাদরে কি হবে?
বিশ্বাস তো আরো গভীরে।