ব্যঙ্গ করে,
রঙ্গ করে,
সভ্য করে,
লাজুক করে বলি, ভালোবাসি।
বিদিশায় ঝলক দিশা এখানেই কেবল নিশ্চিত।
ধৈর্য্য বিলায়ে প্রতীক্ষা করেছি দীর্ঘতর,
করেছি,প্রথম অক্ষরে দেয়াল খোঁদাই।
সুনিপুণ, সুস্পষ্টটায় অংকন করেছি এলো-কেশী লীলাবতী,
ভালোবাসি বলেই তো।
রং মিলিয়ে চোখকে করেছি আশ্চর্য্য,
বাদ যায়নি কলমটি’ও
আয়নার সামনে শার্টের বোতাম লাগিয়েছি-খুলেছি
আঙ্গুল হিসেবের বাইরে।
তা-আর যাই হোক, ভালোবাসি বলেই তো।