কোন ভরসায় চক্ষু বন্ধি, পত্নী আমার জেগে
লালসার চোখ কোথাও যদি পত্নীতে রয় চেয়ে।
চেহারা গিলে, কি আর মিলে মনের স্বচ্ছ ছবি,
কাহার ভেতর শুভ্র সুঘ্রাণ কে’বা ঘৃণ্য অসীম।
প্রভাত আসিলে নৌকা ভিড়বে শহরের কোনো দিক,
কর্ম লোভে তীব্র ছুটিবে, শত সহস্রাধিক।
সরলা আমার কোথায় রাখিবো, এমন কোথায় ঠাঁই।
পাঁয় পাঁ মিলে ধীরগতি তাই, শেষমেশ যাহা পাই।
দু’পেট ভরায়ে তৃপ্তি না হোক, দুমুঠ মিলুক গলে,
দুখানা প্রান তব বেঁচে থাক, তিনের দুবেলা ভুলে।