গল্পের শুরু’টা,অনাকাঙ্ক্ষিত কোন ভালো লাগা দিয়ে।
যে ভালো লাগা,
সৌমিত্র’কে নিয়ে গেছে সম্প্রদায়ের উর্ধ্বে কোনো রুপন্থি’র কাছে।
চোখ বিষিয়ে উঠেছিলো শুভ্র মানবীর,পুরুষ তুমি এত বিরক্তির কেন?
ছায়া নয়,যেন সৌমিত্র সর্বত্র
গল্পের মধ্যাংশ জুড়ে ছিলো রক্তপাত।
তবু এতটুকু লাভ হয়নি,
রুপন্থি,সৌমিত্রের আরো গভীরে।
বাধ্য করেছে অন্ধ প্রেম,সৌমিত্রকে ছুঁতে
গল্পের শেষটায়,
সৌমিত্রের দুহাতে জড়ানো কাঙ্ক্ষিত রুপন্থি।
অদম্য ক্ষুধার্থের ন্যায় চুমু খাচ্ছে কঁপাল,চিবুকে
বাদ যায়নি জিহ্বের কালো তিল’ও।