যদি হৃদয়য়ের কল-কাঠি না’ই নাড়ো,
তবে এতটা সুখানুভূতি কেন?
কেন সামান্য বিরহে,মনে বহে তাণ্ডব-মহা প্রলয়?
ঘুম রাজ্য জুড়ে সুখস্পন্দন,
প্রত্যেকটা এপাশ-ওপাশ কেবল তুমিময়।
যদি এটা ভালোবাসা না’ই হয়,
কেন এক পলক’ই যথেষ্ট,মনের পূর্ণ তৃপ্তায়নে?
কেন আগ্রহ,প্রতীক্ষা জুড়ে তোমার বাস?
তোমায় বাহুবদ্ধ করাই হোক শ্রেয়,
আমিত্ব পাইবো সুখ আভিলাস