স্বর্ণ কাঁকন, হয়নি আপন
বাসরের পরে আর।
শাশুড়ি, ননদ লহিছে নগদ,
নোলক, বালাটি, হার।
বাপ, মা মরিছে দুধের বয়সে,
দুধ মা পালিছে ফের।
পাশের কাকিমা কর্মে নিয়েছে,
তিনবেলা পেটে ভাতে।
অন্ন, বস্ত্রে অনাদর যত চুপটি খেয়েছে গিলে।
দেয়নি’কো কেউ দুহাত বাড়ায়ে, মমতার বুক খুলে।
হাত, পাঁ বাড়িছে নজর পরিবে,
সমাজের শু জাতের।
অপয়ার বোঝা পরে কে টানিবে, তাই তুলে দিলো বর হাতে।
আপন বলিতে তারাই এখন সুখ, দুঃখের ছায়া।
কেউ না থেকেও সবাই আছে, এইতো অনেক পাওয়া।