আমারে নাকি ভুলিয়া’ই গেছে, কুক্ষণ পাহিছে তারে।
অর্ধরাত্রে ঘুমের শরীর পোড়ে না, আমার জ্বরে।
এ নাসা হইতে দম না পাহিলে,
মুমূর্ষ সম প্রান।
তবে এখন কেনো কঠিন হয়না,
নিঃশ্বাস নেয়া ক্ষণ ?
এ চক্ষে যদি ভর করে হয়, রাজ্যের সব দেখা।
পুনরায় কেনো অন্ধ লাগেনি, নতুনত্বের রেখা ?
বক্ষে বক্ষ মিলিয়া চুমিতো কঁপাল, চক্ষু, চিবুক,
ভেজা সন্ধ্যা, হলদে বিকেল সাক্ষী শঙ্খ, ঝিনুক।
ও প্রান বাঁধিছে নব আনন্দে,
আম’র সীমা ছাড়ি।
যেথা সেথা যাও, চক্ষু জুড়াও,
তব রহিবো এ সুঁতো ধরি।