এক চরিত্র কত রূপে,
রূপ নিয়েছে আয়না মেখে।
ত্রাসের কারন, বোদ্ধা, সরল
সব মাঝে তার, সব মাঝে।
অবাক নয়ন অবাক আরো,
একের ভেতর ছয়ের জড়ো।
আয়না কে, আর অন্যরা কে?
রহস্য যায় মোড় পেড়িয়ে।
চুমু’র প্রেমিক, রাজনীতিবিদ,
দারুন গোঁফে এক আসামী।
কে কার মতো, কে কার মাঝে।
সব মোড়ানো আয়না ভাজে।
অমিতাভের এক দারুন সৃষ্টি,
অমর হও তুমি, ‘আয়নাবাজি’