এই মুহূর্তের শাহবাগের চিত্র আগের মতই,
থেমে থেমে প্যাঁ পোঁ শব্দের শোরগোল।
গন্তব্য, কর্মক্ষেত্র।
ঘড়ির সময়, বারোটা বেজে পঞ্চান্ন।
শহর ছুটছে ক্লান্তিহীন, আমিও।
বিশ্রাম বলতে মোড়ে দুদণ্ড দাড়িয়ে, এক গ্লাস আঁখের রস পান।
কত কাজের ইতি টানতে প্রায় আঁধার,
যখন স্যাটেলাইট চ্যানেল গুলোতে, নতুন খবর প্রচারনার আয়োজন চলছে,
ঘড়িটা তখনও, বারোটা বেজে পঞ্চান্ন।
রাতের আযানের প্রতিধ্বনি’ও মিলিয়ে গেলো।
বোকা ঘড়ি তবুও, বারোটা বেজে পঞ্চান্ন।
এ বুঝি, সময় আটকানোর পায়তারা।
বোকা ঘড়ি, সূর্য উঠলে সে ডুববে, নিয়মে সে অদম্য।
আর তুমি’ই কেবল, বারোটা বেজে পঞ্চান্ন।