তোরে ভাবলে, রাতের স্বপ্নে অসুখ করে,
দারুন নেশায় আঁকড়ে ধরে।
জ্ঞানবুদ্ধি, লজ্জা, সুদ্ধি সব নত ঠায়,
সব লোপ পায়।
এক মুহূর্তে সবটুকু তোর, মাতাল করে এ চরিত্র।
চুষে খেতে চায়, লুফে নিতে চায় তোর থেকে তোর লজ্জাটুকু।
ভারী নিঃশ্বাস, ঘন শক্তি
তোরে দিয়েছে সুখ সিক্তি।
ঘোর কেটে সব অবশ্রান্ত, ঢাকে লজ্জায় মুখবৃন্ত।
দূরে থাক তুই রাত চিন্তার,
স্বপ্ন ভুলে যাক অসুখ করার।