তুমি আসবে বলে,
শেষ বিকেলের আলো’কে দেইনি যেতে।
তুমি আসবে বলে,
স্নানের ঘড়ে ভিজেছি লজ্জা মেখে।
তাপদাহ চিড়ে ক্লান্তি তোমায় ধরবে ভীষণ বলে,
রাশি রাশি সব মেঘ’কে রেখেছি তোমার মাথার পরে।
এক প্রহরের গ্রাহ্যের আশায় সাধনা করেছি কত,
যতটুকু তুমি ভাবতে পারো, তার থেকে বেশী আরো।
তোমারে দিয়েছি মন নগরের সপ্ততলায় বাস,
চক্ষু বাঁধিয়া পাওনি কি সুখ, পাওনি কি অভিলাষ ?
তুমি আসবে বলে, অধীর আগ্রহে
তোমার ধ্বনি খুঁজি।
তুমি আসবে বলে, রাত পোহালে
তবু সময় হলো না বুঝি ?