অনন্ত ধরি সে পথের শেষ খুঁজিতেছি।
কোন এক শেষ রাতের স্বপ্নে তুমি বলেছিলে,আমি পথের শেষে থাকবো।
তুমি যেন যথাসম্ভব শরণাপন্ন হও।
আমি দু’দণ্ড বিলম্ব করিনি,
করিনি মুহূর্তকে যৎসামান্য বলিয়া তুচ্ছ।
আমি ছুটেছি,সম্মুখের প্রত্যেক শুরু থেকে শেষে।
হয়তো চোখের আলোয় কালিমার লেপন,
অথবা,ধরণীর প্রেম তোমা হতে যোজন পথের দূরত্ব বাড়িয়ে দিয়েছে।
তব,তুমি আশাহত হয়ও না যেন।
তোমার দেয়া কলমের কালি ফুঁড়িয়ে যেতে দেইনি,
চোখের তারায় বিন্দু এঁকে,আজো তোমায় দেখি