মন যদি কাঁদে বিরহে,
থাকবো আমি সে প্রহরে।
লাল টিপ মাঝে,চোখের কাঁজলে
অথবা আয়নার ওপাশে।
যদি শূন্য লাগে ও হাওয়া,
আমি জড়ায়ে থাকবো গো, তোমা।
আঙ্গুলের ভাঁজে,শাড়ীর সাঁজে
অথবা চুলের খোঁপা।
যদি সাধ খুব হয় দুজনের,
আসিবো ছুটে সে ক্ষণে।
সবুজ বিকেলে,দোদুল্য ট্রেনে
অথবা টিক্কা-কাবাবে।
যদি একলা লাগে খুব,জানালায়
ফোঁটা জল হবো বর্ষায়।
স্নাত হাত ছুঁয়ে, ঠোঁটে ফোঁটা দিয়ে
অথবা ছন্দ কবিতায়।