“তোমার সাথে কথা না বলে আমি থাকতেই পারি না,
কেমন দমবন্ধ লাগে আমার”।
“ঘুম ভেঙ্গে তোমার মুখটা খুব দেখতে ইচ্ছে করে,জানো”
কথাগুলো দিন দিন কেমন মিথ্যে হয়ে যাচ্ছে,
হাড়াতে বসেছে তার গভীরের মূল্য।
“আমি তোমায় ছাড়া থাকতেই পারবো না”,বলেই ঝর ঝর করে কান্নার রোল,
সে তো বড্ড বেশী বেমানান আজকাল।
খুচরা পয়সা জমিয়ে,রিকশায় চেপে এক বিকেলের জন্য নিরুদ্দেশ হওয়া,
তা’ও কোন এক কালের কথা।
রাস্তায় সস্তা ঝগড়া করে,হনহন করে চলে যাওয়া
বদলের হাওয়ায় সেটা’ও ইতিহাস বটে।
বর্তমান নাট্যমঞ্চের প্রেম সংলাপগুলো তোমায় পুনরাবৃত্তি করছে,আমার সামনে
রমরমা প্রেমে মেতে উঠেছে মঞ্ছাঙ্গন।
হয়তো কালক্ষেপণে নাটকটি’ও হবে ইতিহাসের তালিকাভুক্ত।