পরস্ত্রী’র চলনে বলনে, একান্ত পছন্দের সাদৃশ্য থাকে হয়তো,
হয়তো তার অবয়বের মোহ, এক রাত্রের সুশ্রী হতে প্রখর।
নয়তো, পাশের সীটে বসে শাহ্‌বাগ থেকে ফার্মগেট,
এতটুকু পথ, এত গভীর করে কিভাবে অসম প্রেমের জন্ম দিতে পারে?
পরস্ত্রী’র ভারী সাঁজ, বেকার পুরুষের কাছে আশ্চর্য সৌন্দর্যের উদাহরণ।
সুখের তেল চিটচিটে, চোখের কোথাও বাস্তবতার কষাঘাত নেই।
পরস্ত্রী, একটা মৃত্যু আরো একটা মৃত্যুর কারন হতে পারে।
যেমন তোমাকে কেউ’ই পাবে না,
আবার তোমাকে ছাড়া আমার দমবন্ধ লাগে।