প্রেম আর নয়,মনস্তাত্ত্বিক।
প্রেম আর নয়, সেকেলে।
হাত বদলিয়ে শুধু নয়, মুখোশ’ও আছে কলিকালে।
সেকেন্ড হ্যান্ড সুপুরুষ,
নিয়ে স্ব-উপাদি সুদর্শনা।
নিভু আলো,বদ্ধ ঘরে বাড়ছে তাদের আনাগোনা।
যে ঠোঁটে চুমু খেতো ঠোঁট,
সে ঠোঁটে’ই বিরক্ত বোধ।
অনীহা পসরা সাজিয়ে,শরীরে ফুলে ফেঁপে ক্রোধ।
লালা ঝরা ওয়েস্টার্ন লুক,
কামনায় দিপ দিপ বুক।
সাহসে ভড় করে কেউ,লুফে খায় বাকি সব চুপ।
প্রেমে আর নয়,বিরহের ছাপ,
প্রেম,পবিত্র ভাবে সব পাপ।
প্রেম আর নয় ‘নীট এন্ড ক্লিন’,হাড়ালেও নেই অনুতাপ।