কোন সম্পৃক্ততা খুঁজে পেয়েছো কি,
রোজকার রাস্তার মোড়ে এ ছোকড়ার পায়চারীতে?
কখনো ভীত-সংকোচ বোধ হয়েছে,
রৌদ্র মাথায় নিয়ে প্রতিদিন তোমার ছায়ার পিছু কে?
তুমি তো জ্ঞানী।
বইয়ের ঝুলি,মোটা চশমা যেখানে স্পষ্ট,
সেখানে তুমি তো আর অবুঝকার নও।
সে যাই হোক,তুমি মিলিয়ে নিও-
যদি কোন শুক্রবার, তোমায় বিষণ্ণতায় আচ্ছাদিত করে রাখে,
যদি কলম কেনার নাম করে,মোড় পেড়িয়ে আসলে একটু স্বস্থিনুভব হয়।
তবে শনি থেকে বৃহস্পতি, আমি সার্থক।