সাহস যতটুকু আছে, ভীত বেশী তার থেকে।
ভর করে সে সাহসে, চোখ রাখা দায় ও চোখে।
নারী তুমি নিজে বলো, সুশ্রীর সব আলো
লুফে নিলে নিজে তবে নিয়ন্ত্রন কোথা পাবো ?
উঠোনের সব রোদ, তুমি এলে অবরোধ।
মেঘে মেঘে গর্জে, সুশীতল হাওয়া দোল।
নাকে বসা চশমায়, ধেয়ে আসে ঝাপসা।
বৃষ্টির মৃদুলে ভিজলে ও ভিজালে,
শোকের মতন চুপ, প্রকৃতির সব কুল।
নারী তুমি বলো ফের, স্নিগ্ধতার এত ঢেড়
লুফে নিলে নিজেতে,
নিয়ন্ত্রন কোথা পাবো, কে দেবে আমাকে ?