নিচের মাটিটা উপরে,
কয়েকটা কাঁচা বাঁশ।
সুন্দর একটা পালকি,
সাদায় পেচাঁনো লাশ।
আমি মৃত।।
সারি সারি মাথায় টুপি,
সামনে আমি আর একটা খাটি।
কেউ নিরব,কারো প্রলাপ,
কাছের কেউ বিষন্নতায় মাখা।
ধীরে ধীরে পরছি পায়ের তলায় চাপা,
আমি মৃত।
কাল অতীত পরশু স্মৃতি,
একদিন নিঃশেষ,বিকৃতি।
সেদিন আমি ছিলেম,
তবে আজ, আমি মৃত।