উচুঁ বাড়িগুলো সূ্র্যটা গিলে খায়,
আমার আমিটা আধাঁরেই রয়ে যায়।
পথে হাটি ভাবি, খুচরো দু'কথা,
হাড়াবো অভিমানে কখনো ভাবিনি তা।
মনে সুখ আর চোখে হাসি থাক,
আমি হেড়ে ফিড়ি তুই জিতে যা।
চোখ কাঁজলে সাঁজে চুলটা বাতাসে,
মনে নেশা জাগে তুই লোভী মানুষের।
বিশ্বাস ঘন হল কারো উপরে,
ইচ্ছায় পাঁ বাড়ালি ইচ্ছের আধাঁরে।
না বুঝে ঝাপ দিলি আলেয়ার আলোতে,
সব হাড়িয়ে ফিড়লি তুই চুড়ি ভাঙ্গা দু'হাতে।
আমি আবছায়ায়, মিশছি কালোতে,
জানি ঘোর কেটে খুজবি আমাকে।
মনে আফসোস, চোখে পানি থাক,
আমার শূ্ন্যতা তোকে গিলে খাক।