চাইলে থাকো, থাকতে পারো, বড়জোর ঘড়ে জ্বলবে আলো।
মনের ডেরা, প্রাচীর ঘেরা
প্রহরী শশী তবু বুঝি, আলো হারায় আপন গতি
রাজ্যময়।  
নিরব রাগে অশ্রু কাঁদে, আমার কাছে বৃথা লাগে
বাহ্যিকতা আরো সস্তা, তোমার বেলায় গড়পড়তা।
গভীরটুকু আঁধার থাকুক, কষ্ট ফেঁপে ঢেকুর তুলুক
আমিময়।
রাতের পথে নতুন সাথে, চাইলে হেঁটো আঙ্গুল বেঁধে
রাঙা জলে বরফ ঢেলে, আমি বাঁচি আমার ভুলে।
হলদে রঙে সোডিয়ামে, কেউ বেঁচে থাক তোমার ঘ্রাণে
অনন্তময়।