পিতা কি তাহারে বলে ?
যে জন, বুকের হাড়ে পঁচন চেপে, বুকের’ই পশমে রাখে।
পিতা কি এমন’ই হয় ?
যে জন, নিজের সবেক শূন্য করিলো সন্তানের পূর্ণতায়।
পিতা কি আরো উচ্চের কিছু ?
যে জন, রক্ত করিলো ঘামের ফোঁটা, বুঝিতে দিলো না কিছু।
পিতা কি সবচেয়ে দয়াময় ?
যে জন, সন্তান বাহু শক্ত করিতে, নিজেরে করিলো ক্ষয়।
পিতা কি মধুর শাসনে ভারী ?
যে জন, উপরি মাখিছে শক্তজমাট, ভেতরে মমতাময়ী।
পিতা কি ধৈর্য্য না ভাঙ্গা বাঁধ ?
যে জন, প্রতিকূলে শেষ সাহস দিলো, বক্ষে রাখিয়া হাত।
পিতা কি অস্তিত্ত্বের ভাগিদার ?
যে জন, কেবল বহিয়া চলিছে, আমার আমিত্ব ভার।