ভূলতে কি পেরেছো তারে,
যাহারে দিয়েছো প্রথম স্পর্শ,
প্রথম ক্লান্তি, আঁধারে?
মুখোশে ঢাকছো, বৃথা'ই হাসছো,
তব অন্তর গলে জলে।
নীল টিপখানা এড়াতে চাইছো,
কালো ভড় করে কঁপালে।
ঠিকি নীল রং পরলে সম্মুখ,
চোখ পরে রয় তাহাতে।
নতুন হাতখানা,নিতে সান্তনা,
জড়িয়ে রেখেছো বক্ষে।
পিছুটান তোমা যখনি টানবে,
জানি,পিছু হাটবে নিজপক্ষে।