ধুলোর ময়দানে ফেলে যাওয়া, চুইংগাম
অন্য কারো পা’য়ে লাগে।
সেকেন্ড হ্যান্ড যত মনুষ্যজাত,
সব আশায় বুক ফের বাঁধে।
স্লিপিংলিপ হয়ে ফসকে বেড়িয়ে গেছে,
ভালোবাসি আমিও তোমায়।
যতটা না চুল,তার বেশি চিন্তা,
সেদিন থেকে আমায় খায়।
আমায় পেয়েছে মরিচিকা,
যেদিকে হাঁটছি একা,
চিকচিক মিথ্যারা হাসছে।
পা’য়ে জড়ানো চুইংগাম,
দূরে হারিয়ে নেই দম,
চিহ্ন ধরে কেউ আসছে।
আমি গেঁথে গেছি আলপিনে,
থুথু ফেলার ঘিনে,
মাথাটার’ও চার্জ শেষ প্রায়।
ইচ্ছায় হাল ছাড়ি,
মৃত্যুর কোলে পরি,
চুইংগাম,অন্য পা’য়ের অপেক্ষায়।