অনেক কিছু বলতে ইচ্ছে হয়,
গন্ডমূর্খ বলে,
উপযুক্ত শব্দের যোগান দিতে পারিনা,মুখের সামনে।
আমি কম মাইনের মানব,যে কেউ'ই কিনতে পারে আমায়।
অথবা,
দু,চার দানা ভাত বেজায় কার্যকারী,
আমায় লোভ দেখাতে।
বেমালুম স্বার্থসিদ্ধির জালে বন্দি,
আমার সততা।
এক মুঠো চালের বিনিময়ে,
এক মুঠো দয়া বেঁচি।
আমি মানব,
তবে অকর্মন্য,
দু,খানা পাঁ আছে আমার।
যার গতি অনির্দিষ্ট,সাথে গন্তব্য'টাও।
মোম জ্বলা রাতের কালোটায়'ও আমি,সত্যি একা।
ময়লা কাপড়ে ঢাকা,
কলা বেণী করা,
আটপৌ্ড়ি কোন ঘড়নী নেই আমার।
তাই,আমার শুনতে হয় না,
অনেক রাত হয়েছে এখন ঘুমাও।