মিথ্যে গল্পের চিত্রনাট্য।
লেখক আমায় করেছে প্রধান,
সঙ্গে অদেখা নারী চরিত্র ।
প্রথম দৃশ্য ।
অস্ত বিকালে,আপন খেয়ালে
হাঁটছি নদীর পাড় ।
নীলু নাম ধরি, ডাক তোলে ভারী
জীর্ণ পরিধানে জননী কার?
শাপলা’য় ঘেরা অধর তাহারি,
শৈবাল চুলে, দুলে।
ভেজা আঁচলের জল ফোট ফেলি,
হাঁটিছে আওয়াজ ধরে।
অদ্ভুদ এক ভালোলাগা ছিল,
তাহার সিক্ত শরীরে ।
ভেজা পথ ধরি আমিও হাঁটছি ,
গন্তব্যে খুঁজি তাহারে।
দ্বিতীয় দৃশ্য।
নিদ্রা বিহীন আঁধার কাঁটিছে,
শতবার কারে ভাবি?
কাঁথা’ই জানে কতবার তারে,
উষ্ণ করেছি আমি।
এপাশ-ওপাশে,ঊষার প্রকাশে
খুলেছে প্রেমময় দিনের দ্বার ।
কিসের মোহনে, আকুল নয়নে
টানছে নদীর পাড়।
তৃতীয় দৃশ্য।
এমন করিয়া বছর ফুঁড়াবে ।
শুকাবে শাপলা দিঘির পাড় ,
ভেজা আঁচলের সেই নীলু’টার,
দেখা মিলবে না আর।