মুখের সামনে,
অসহায় হাত,
দুটো পয়সার জন্য।
বেলা যত বাড়ে,
পেটে ভূক ধরে,
লোকমায় ওঠে না অন্ন।
ফুটপাত ফাঁকা,
ইটে রেখে মাথা,
অসহ্যে চোখ বোজে।
তবু থামেনা,
পেটের বেদনা,
এক মুঠো ভাত খোজে।
কেউ কি শুনছো ?
ব্যথার গুঞ্জ,
অসহায়ের আর্তনাদ।
তোমরা সবল,
ভাবলে কেবল,
বাড়াতে পারো সাহয্যের হাত।