মোড়ে দাঁড়িয়ে প্রতিদিনকার বখাটে,
ওড়নার ফাঁকে দেখে নিয়েছে ঠিক ।
দেখতে দেখতে প্রেম
দু,এক পাঁ করে বছর দুয়েক পাড় ।
প্রেম বাড়ে ,
লোকমুখে ছিঃ ছিঃ ,কিঞ্চিত জানাজানি।
পরিবার ,সে তো তুচ্ছ।
রক্ত,বুটের লাথি,ঘৃণা,ক্ষোভ
তাও তুচ্ছ
তব প্রেম বাড়ে।
সব হেলা করি, প্রিয়’র হাত ধরি ,
একটা সম্মতি ।
জিতে যায় প্রেম,
অগোছালো বাসর ,তবু তৃপ্তি
উল্লাস,
বখাটে হবে ঘরমুখো ।
ভ্রান্ত,
তীর্থ প্রেম হতে মাদক উচ্চে।
শেষ সীমা ত্যাগ ।
একটা লিখিত বিচ্ছেদ।
হে প্রিয়,
এত প্রেম,তব কোথা গেল ?