বাষ্পীভূত জলে হৃদয় যখন মৃত প্রায়,
যখন ভরা যৌবনে হঠাৎ করেই প্রতিকূলের হাওয়া,
যখন আমি একটু একটু করে মরা নদী।
তখন তুমি কোথা হতে এলে, খেয়া ?
আমার অগভীর বুকে পারাপারের আনন্দ দিতে।
জলের শান্ত জ্যোৎস্নায় ছলাৎ ছালাৎ পুনর্জীবনে।
শরৎের কাশফুল আমার এ শরীর, ছোয়নি বহুদিন।
কতদিন দখিনা পবনের সাথে হয়নি পাল্লা।
তুমি জানো না,
কত রঙিন খেয়া আমার বুকে নোঙর করে খুঁজে নিয়েছে ডাঙা।
কালের বেহিসেবে শুধু স্মৃতিটুকু’ই ধরে রেখেছি।
সে রঙিন, কোন নব যৌবনার বুকে নতুন করে পাল তুলেছে,
সে আমি জানি।
তবুও তার প্রত্যেকটা ক্ষত আমি বাঁচিয়ে রাখবো,
আজকে এবং আমিহীন মানচিত্রের নতুন নকশার দিনে।
আমার মৃত্যুঞ্জয়ী উৎসবে।