দেহ আর ইজিচেয়ার,
নির্ঘুম,
কালোর এক পাহাড়।
স্যাটেলাইট আর সাদা ডিসপ্লে,
ছটফট,
অনিচ্ছাও এখানে।
লালজল আর বরফকুচি,
অজ্ঞান,
তবু বেঁচে আছি।
ধোয়া আর ৫০০এমজি ট্যাবলেট,
মৃতপু্রী,
অনেকটা নিকটে।
কত স্বপ্ন,বৃথা’ই জন্ম
আমি আর আমার জন্য।
হিম রক্তের মানুষ সেঁজে,
বেঁচে ঠায় অকর্মণ্য।
কাছের মুখের,চোখের দুখে
নিঃশেষ অনেকটা।
অনেক দেবো,কোথায় পাবো?
তাই খুঁজি নিজের শেষটা