দয়া করে আমায় স্পর্শ করবেন না।
আমার আমি বলতে যতটুকু,
সবটুকু’ই বিজনের।
যেখানে কাঁচা গোলাপের সুগন্ধিতে,
মৌ মৌ নিভু আলোর বাসর।
সেখানে নব-বধু’র মুখে সুস্পষ্ট, কোন শরীরে পোষা প্রেমের বর্ণনা।
যে পুরুষ, সেজেছে রাজপুত্তুর।
সৌভাগ্যবানদের সে একটা রাত ছুঁতে,
নিচু আওয়াজ, দীর্ঘশ্বাসের আলতো অনুভূতি নিতে।
সে পুরুষ বিদঘুটে এলোপাথাড়ি আঁধারের সম্মুখ,
আশ্চর্যের ছোপ, পিষে নিয়েছে উত্তেজনা।
প্রেম কত অদ্ভুদ, কত ত্রিমাত্রিক
কত নিঃশব্দ বাসরের অতন্দ্র প্রহরী।