শোনাও সখি, দু’এক বানী
বিরহে হোক বর্ষা ফালি।
কমুক জ্বালা, মন উতলা,
তোমাতে পাই স্বর্গতলা।
সে ফাগুনে, প্রেম আগুনে,
একলা ফেলে কোন নিড়ালে,
সুপ্তি ছিলে ঠায়।
ক্ষণ না কাটে, একলা রাতে,
আমায় আমি দেই হাড়াতে,
মৃত্যু লুটায় পায়।
তব কোথাও যেন একটু আলো,
পেছন হতে কে ফেড়ালো,
কোন সে মায়ার টান।
বলবো সখি, ফিড়ায়ে আঁখি,
বাঁচালে মোর প্রান।