গর্ভে থাকিছি দশ মাস ধরি,
হাঁটিতে দেইনি জোড়ে।
ভরা কলসি তুলিতে পারেনি,
টানিছি কলিজা ধরে।
বড়া, ডাল দিয়ে পান্তা মাখিছে,
দু’গাল দিবে মুখে।
এমন-সম নাড়ীতে টানিছি,
সাড়া দিন গেছে ভুখে।
শোয়নি’কো মা শান্তি করিয়া,
দশ মাসের এক রাত।
এপাশ-ওপাশে কষ্ট দিয়েছি,
সহ্যে সে প্রতিবার।
নাড়ীর বাঁধন, করিয়া ছেদন
এলাম ধরণীতল।
আমার মুখে দুঃখ ভুলিছে,
ভুলিছে অশ্রুজল।
মায়া করিছে নিজ হতে বেশী,
বুকের পাঁজরে রাখি।
মন্দ যেন না ছোঁয় মোরে,
সদা রহিছে জাগি।
এতটুকু জানি, গর্ভধারিণী
নয় কারো সমতুল।
মা না হলে, এই ধরণীর
কোথা হতো মোর কূল।