বেশ, তবে তাই হোক
মুন্ডু কাঁটার উৎসবে ভাসুক প্রতিপক্ষ।
সরষে রঙা সোডিয়ামগুলো সাক্ষী থাক, আমার কালো মৃত্যুর।
শখের নীল পেন্সিলটা টুকরো হোক, ঘৃণার বহিঃপ্রকাশে।
ক্রোধের ঘন শ্বাসে, রোদ হোক আগ্রাসী।
তবুও তাই হোক
নোংরা কাপুরুষের ভার না হয় আমার হাতেই দিলি,
বিনিময়ে একটু সুখ তবুও তুই নে।
কতকাল তোর এঁটো চোখ দেখে না, ভোরের আয়না।