ও মা, তোমার আঁচল ছাড়াই রাত পোহালো,
স্নানের ঘরে ঠান্ডা জলেই  শীত পালালো।
ও মা, নেই টেবিল সেঁজে মনের মতন,
ডালের জলে, ভর্তা মেখেই সকাল পালন।
ও মা, বোধহয় দুপুর গেলো ব্যস্ত কাজে,
বাক্সবন্দি অভক্তি ফের যাচ্ছে পঁচে।
ও মা, নেই রাতে ডায়েট মেন্যু জুড়ে,
বস্তাপঁচা সস্তা কত আমায় ঘিরে।
ও মা, নেই অবসরে গল্প শত,
মুখটা দেখেই বলতে পারা কিসের ক্ষত।
ও মা, তোমার আদুরে হাত পাইনা খুঁজে,
অর্ধমৃত আমি যখন দারুন কাজে।
ও মা, তুমি থেকেও কেন অনেক দূরে ?
ও মা, আমি একলা কেন এই শহরে ?