সে কোন হৃদয়, উত্থানে পায়নি প্রাপ্তি সুখের শ্বাস।
সে কোন হৃদয়, পতনে ডরেনি, করেনি জীবনের আশ।
ও হৃদয় তবে, মরে গেছে কবে মুমূর্ষু হতে দূরে,
জীবিত হৃদয় কেবল বাঁচে উত্থান-পতন ধরে।
সে কোন হৃদয়, মক্ত সেথায় উন্মাদ সমতুল,
প্রেম প্রেম করে বাঁচে ফের মরে, পায়নি প্রেমের কূল।
ও হৃদয় জপে, একাগ্রতা কেবল নিজের ঠায়,
প্রেম তো তাহা, মুক্ত যাহা হৃদয়ের ঠিকানায়।
সে কোন হৃদয়, নিশি লেগে রয় সবটুকু সীমানায়,
আলস্য স্নেহ বক্ষে মাখি বেঁচে আছে করুনায়।
ও হৃদয়ে নাহি দূরদর্শন, বৃহৎ স্বপ্ন গাঁথা।
জীবন মানে তো রুখতে হইবে সম্মুখে যত বাঁধা।
সে কোন হৃদয়, ভাগ্য পুষিছে কঁপাল দুষিছে ফের
কর্মে ঘৃণা এমন জনা হতে চায় ঊর্ধ্বের।
ও হৃদয় জানেনা, কর্মের সুখ ত্যাগের মহিমা রেখা,
ভাগ্য বৃথা, কর্মে মিলিবে প্রকৃত সুখের দেখা।